মুসলিম সমাজের সমস্যাবিচার ও উত্তরণভাবনা: মির্জা দেলোয়ার হোসায়েন আহমদের চিন্তায় আধুনিকতা

Share:

ইসলাম ও আধুনিকতার মধ্যকার বোঝাপড়া নিয়ে ঊনিশ শতকে বিশ্ব জুড়ে মুসলিম মননে যে প্রবণতা দেখা যায়, বাংলা থেকে তার প্রধান প্রতিনিধিত্বকারীদের একজন মির্জা দেলোয়ার হোসায়েন আহমদ। একদিকে যেমন উত্তর ভারতের স্যার সৈয়দ আহমদ, বিশ্ব-ইসলামবাদের প্রবক্তা জামাল উদ্দীন আফগানি, মিসরের মুহম্মদ আবদুহুর চিন্তাধারার সমান্তরালে মির্জা দেলোয়ার হোসায়েন আহমদকে পাঠ করা যায়; অন্যদিকে রাখা যায় ঔপনিবেশিক বাংলার মুসলিম সমাজের সংস্কারচেষ্টায় সৈয়দ আমির আলী ও নওয়াব আবদুল লতিফের পাশে। বাংলায় মুসলমানের আধুনিকায়নের পথে যাত্রার ক্ষেত্রে মির্জা দেলোয়ার হোসায়েন আহমদ গুরুত্বপূর্ণ বিন্দু।

সেন্টার ফর ইসলামিকেট বেঙ্গলের ব্যানারে মির্জা দেলোয়ার হোসায়েন আহমদের চিন্তাধারা নিয়ে আয়োজিত সেমিনারে গত ২৪ জুলাই প্রবন্ধটি উপস্থাপন করা হয়। আগ্রহীদের পক্ষ থেকে দাবি আসছিল প্রকাশনার। ছোট কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রকাশনা লেখক, পাঠক ও গবেষকদের জন্য কাজে লাগলেই আমাদের প্রচেষ্টা সফল। সেই সফলতাই প্রতিষ্ঠানের পরবর্তী তৎপরতার প্রধান অনুঘটক হিসেবে ভূমিকা রাখবে।

এ সম্পর্কিত আরো বই