সৈয়দ মোহাম্মদ নকীব আল-আত্তাস

সাইয়্যেদ মুহাম্মদ নকীব আল-আত্তাস (Syed Muhammad Naquib al-Attas, জন্ম ১৯৩১) আধুনিক ইসলামী দর্শন, সভ্যতা ও শিক্ষা-চিন্তার অন্যতম অগ্রগণ্য পণ্ডিত ও দার্শনিক। তিনি মালয়েশিয়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বুদ্ধিজীবী, যিনি ইসলামি জ্ঞানতত্ত্ব, সভ্যতার ধারণা, এবং আধুনিকতার সমালোচনামূলক বিশ্লেষণে এক মৌলিক ও প্রভাবশালী দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন।তাঁর চিন্তাভাবনার মূল কেন্দ্রে রয়েছে জ্ঞানের ইসলামায়ন (Islamization of Knowledge)—অর্থাৎ জ্ঞানকে ইসলামি বিশ্বদৃষ্টিভঙ্গি, নৈতিকতা ও আধ্যাত্মিক চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে পুনর্গঠন করা। তাঁর গুরুত্বপূর্ণ রচনাগুলির মধ্যে রয়েছে Islam and Secularism (১৯৭৮), The Concept of Education in Islam (১৯৮০), ও Prolegomena to the Metaphysics of Islam (১৯৯৫)।

কোনো প্রাসঙ্গিক লেখা পাওয়া যায়নি।
কোনো প্রাসঙ্গিক ভিডিও পাওয়া যায়নি।
কোনো প্রাসঙ্গিক বই পাওয়া যায়নি।