[প্রবন্ধের সার-সংক্ষেপ: রেনেসাঁপরবর্তী ইউরোপ যে আধুনিকায়ন প্রক্রিয়ার মধ্যে পা রেখেছে; তা ক্রমে ছড়িয়ে পড়েছে পৃথিবীময়। শিল্পায়িত ও প্রাগ্রসর পশ্চিমা সমাজ থেকে উৎসারিত মানবতাবাদ, যুক্তিবাদ ও ধর্মনিরপেক্ষতা নাড়া দিয়েছে মুসলিম মননকে। ফলে উনিশ শতকে মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোয় দেখা মেলে এমন কতিপয় তাত্ত্বিকের, যারা ইউরোপীয় আধুনিকতার প্রতিক্রিয়া মুসলিম আদর্শকে সমকালের সঙ্গে প্রাসঙ্গিক করতে চেয়েছেন। বাংলার মুসলমান সমাজ থেকে সেই প্রবাহের প্রতিনিধিত্বকারী অন্যতম সফল চরিত্র মির্জা দেলোয়ার হোসায়েন আহমদ। উনিশ শতকের শেষদিকে বসে তিনি আধুনিকতার চোখ দিয়ে মুসলমান সমাজের কাঁধে চেপে থাকা বহুবিধ সমস্যাকে চিহ্নিত করেছেন। বাংলার মুসলমান তখন শিক্ষায় পশ্চাৎপদতা, কর্মবিমুখতা, শরিয়াহ ও নাগরিক আইনে টানাপড়েন, বহুবিবাহ, উত্তরাধিকার সংক্রান্ত জটিলতা এবং অর্থনৈতিক স্থবিরতায় জর্জরিত। বিদ্যমান পরিস্থিতি পরিবর্তনে মির্জা দেলোয়ার নিজের অর্জিত বোঝাপড়া, যুক্তি ও বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে নির্দেশ করে গেছেন পথ। সে নির্দেশনা বিবৃত হয়েছে তার Essays on Mohammadan Social Reform এবং তৎকালীন পত্রিকা The Mussalman ও The Moslem Chronicle-এ প্রকাশিত প্রবন্ধে। দুঃখজনকভাবে মির্জা দেলোয়ার হোসায়েনের চিন্তাধারা বর্তমানে পঠিত হয় না। বর্তমান প্রবন্ধের উদ্দেশ্য হচ্ছে তার সংস্কারচিন্তাকে বৈশ্বিক ও দক্ষিণ এশীয় আধুনিকায়নের প্রেক্ষাপটে রেখে পুনর্পাঠ করা।]
গত ২৪ জুলাই, ২০২৫ তারিখে সেন্টার ফর ইসলামিকেট বেঙ্গলের (সিআইবি) তত্ত্বাবধানে আয়োজিত হয় ‘মুসলিম সমাজের সমস্যাবিচার ও উত্তরণভাবনা: মির্জা দেলোয়ার হোসায়েন আহমদের চিন্তায় আধুনিকতা’ শীর্ষক সেমিনার। রাজধানী ঢাকার বাংলামোটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এ সেমিনারে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য লেখক, বুদ্ধিজীবী, অ্যাকটিভিস্ট ও গবেষকগণ। তারা তাদের বিশ্লেষণী দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে তুলে ধরেন ঊনিশ শতকে বাঙালি মুসলমান তাত্ত্বিক মির্জা দেলোয়ার হোসায়েন আহমদের চিন্তার নানা দিক; সেই সঙ্গে তুলে ধরা হয় বর্তমান বাংলার প্রেক্ষাপটে বহুমাত্রিক মূল্যায়ন।