আমাদের সম্পর্কে

পরিচিতি

সেন্টার ফর ইসলামিকেট বেঙ্গল (সিআইবি) একটি ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান। ইসলামের প্রভাবে বঙ্গীয় ব-দ্বীপের যে সভ্যতা ও সংস্কৃতিগত পরিবর্তন, তা পাঠ করার প্রয়াস। সমকালীন দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক ইতিহাসের সাপেক্ষে বাংলার স্বতন্ত্র পরিচয় অন্বেষায় কাজ করে থাকে প্রতিষ্ঠানটি।

ইসলামের আগমনপরবর্তী গত হাজার বছরে এখানকার সংস্কৃতি বিবর্তিত হয়েছে; অক্ষুণ্ণ থাকেনি ইসলামের আরব-পারসিক আচরণ। বিভিন্ন সংস্কৃতির সঙ্গে মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে এ অঞ্চলে চর্চিত রাজনীতি, অর্থনীতি, সাহিত্য, শিল্প, স্থাপত্য, সংগীত, দর্শন ও বিশ্বাসে যে বাঁক তৈরি হয়েছে; তা আবিষ্কার ও পুনর্পাঠ করাই সিআইবির উদ্দেশ্য। একাডেমিক পদ্ধতি অনুসরণ করে সিআইবি বৈশ্বিক বুদ্ধিবৃত্তিক অঙ্গনে এ পলি-দ্বীপের প্রতিনিধিত্ব করতে চায়।

আমাদের কার্যক্রম

সিআইবির নিয়মিত কার্যক্রমের মধ্যে রয়েছে গবেষণাপত্র লেখা ও সেমিনারের আয়োজন। এ অঞ্চলের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ভাষার গুরুত্বপূর্ণ উপাদানের অনুবাদ, জাতীয় পর্যায়ে সভা ও প্রদর্শনীর আয়োজন এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সাথে সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করছে প্লাটফর্মটি। কার্যবিবরণী হিসেবে নিয়মিত প্রকাশিত হয় ত্রৈমাসিক নিউজলেটার। এছাড়া জনগণকে সম্পৃক্ত করার প্রতিশ্রুতি নিয়ে রয়েছে ষাণ্মাসিক ম্যাগাজিন ‘সুলুক’।

জাতীয় ও আন্তর্জাতিকভাবে চর্চিত ইস্যুর প্রাসঙ্গিতা বিবেচনায় বাংলার অভিজ্ঞতাকে সামনে হাজির করে সিআইবি। ঢাকাকে কেন্দ্র করে অতীতের সত্য অন্বেষার ভেতর দিয়ে বর্তমানের ক্যানভাসে আঁকতে চায় গর্বিত ভবিষ্যৎ।