পড়াশোনা করেছেন সমাজতত্ত্বে। দীর্ঘদিন ইতিহাসবিদ ও দার্শনিক ড. মুঈনুদ্দীন আহমদ খানের গবেষণা সহকারী হিসেবে কাজ করেছেন। তাঁর অধীনে দর্শন, বিজ্ঞানের ইতিহাস ও পদ্ধতিত্ত্বে বিশেষভাবে প্রশিক্ষিত হন। আগ্রহের বিষয় ধ্রুপদী ও আধুনিক সমাজচিন্তা, বাংলার সামাজিক ইতিহাস, ভিটগেনস্টেইন ও হাইডেগার স্টাডিজ, ইসলামি তুরাস