মোহাম্মদ আবু সাঈদ

(লেখক ও সম্পাদক)

সম্পাদনা করেন ওয়েবজিন মজলিশ (mozlish.com)। এছাড়া বিভিন্ন জাতীয় দৈনিকের প্রাবন্ধিক হিসাবে পরিচিত। তাঁর প্রকাশিত গ্রন্থাবলীঃ কাব্যে নবী-বন্দনা ও নজরুলের মুনশিয়ানা (২০২০) , বাংলা সাহিত্যে গাউছে পাক প্রসঙ্গ (২০২২), বাঙালি মুসলমানের সাংস্কৃতিক পাটাতনে মিলাদুন্নবী (২০২২) , বাংলা সাহিত্য ও গবেষণায় মাইজভাণ্ডার (২০২৩)।

কোনো প্রাসঙ্গিক লেখা পাওয়া যায়নি।
কোনো প্রাসঙ্গিক ভিডিও পাওয়া যায়নি।
কোনো প্রাসঙ্গিক বই পাওয়া যায়নি।