মার্শাল জে. এস হজসন

মার্শাল জি. এস. হজসন (Marshall G. S. Hodgson, ১৯২২–১৯৬৮) ছিলেন বিশ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ মার্কিন ইতিহাসবিদ, যিনি ইসলামি সভ্যতা ও বিশ্ব-ইতিহাস অধ্যয়নে একটি মৌলিক ও প্রভাবশালী দৃষ্টিভঙ্গি প্রবর্তন করেন। তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন অধ্যাপনাকালে ইসলামি ইতিহাস, সমাজ ও সংস্কৃতির বিশ্লেষণে এক নতুন ব্যাখ্যামূলক কাঠামো নির্মাণ করেন। হজসনের সর্বাধিক পরিচিত রচনা The Venture of Islam: Conscience and History in a World Civilization (১৯৭৪)—তিন খণ্ডে প্রকাশিত এই গ্রন্থে—ইসলামি ইতিহাসকে তিনি কেবল ধর্মীয় বিবর্তনের ইতিহাস হিসেবে নয়, বরং মানব সভ্যতার এক বিশ্বজনীন গতিপ্রবাহের অংশ হিসেবে বিশ্লেষণ করেন। তাঁর এই গ্রন্থ ইসলামি সভ্যতাকে কেন্দ্র করে বৈশ্বিক ইতিহাসচর্চার পরিসরকে পুনঃসংজ্ঞায়িত করে।

কোনো প্রাসঙ্গিক লেখা পাওয়া যায়নি।
কোনো প্রাসঙ্গিক ভিডিও পাওয়া যায়নি।
কোনো প্রাসঙ্গিক বই পাওয়া যায়নি।