মওলবি আশরাফ

আলেম, লেখকও সম্পাদক। 'তুলনামূলক ধর্মতত্ত্ব' ও 'ইসলামি আইনশাস্ত্র' নিয়ে পড়াশোনা করেছেন। প্রধান আগ্রহ ধর্মীয় চিন্তার পুনর্গঠন, শিল্পসাহিত্য ও রাজনৈতিক দর্শনে। মওলানা ভাসানী থেকে শাহ ওলিউল্লাহ দেহলভির চিন্তার সিলসিলা’ নিয়ে বৃহত্তর পরিসরে কাজ করার স্বপ্ন লালন করেন। ইতোমধ্যে তিনি 'শাহ ওয়ালিউল্লাহ দেহলভি: ওসিয়ত ও নসিহত' নামে একটি বই অনুবাদ ও সম্পাদনা করেছেন।

কোনো প্রাসঙ্গিক লেখা পাওয়া যায়নি।
কোনো প্রাসঙ্গিক লেখা পাওয়া যায়নি।
কোনো প্রাসঙ্গিক বই পাওয়া যায়নি।