সহুল আহমদ

(লেখক, অনুবাদক ও অ্যক্টিভিস্ট)

লেখক, অনুবাদক ও অ্যক্টিভিস্ট। পড়াশোনা শাবিপ্রবিতে। গবেষক হিসেবে চাকরিরত রয়েছেন। রাষ্ট্রচিন্তা ও অরাজ এর সম্পাদনার সঙ্গে যুক্ত। আগ্রহের বিষয় ইতিহাস, মুক্তিযুদ্ধ, জেনোসাইড, সহিংসতা, রাজনীতি, বিউপনিবেশায়ন ও ধর্ম। প্রকাশিত বই: মুক্তিযুদ্ধে ধর্মের অপব্যবহার; জহির রায়হান: মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ভাবনা; সময়ের ব্যবচ্ছেদ, শ্বাস নেওয়ার লড়াই: রাষ্ট্র, স্বাধীনতা ও নাগরিক অধিকার; সাম্প্রদায়িকতা: ক্ষমতা ও রাজনৈতিকতা (সহ-লেখক সারোয়ার তুষার); মারণ-রাজনীতি (সহ-লেখক সারোয়ার তুষার); In Defense of July Uprising: Autocracy, Resistance and Democracy। সম্পাদনা: জুলাই গণ-অভ্যুত্থানের প্রবন্ধ (বাংলা একাডেমি)। অনুবাদ: ইবনে খালদুন: জীবন চিন্তা ও সুজন।

কোনো প্রাসঙ্গিক লেখা পাওয়া যায়নি।
কোনো প্রাসঙ্গিক লেখা পাওয়া যায়নি।
কোনো প্রাসঙ্গিক বই পাওয়া যায়নি।