হাকিম হাবিবুর রহমান

ঢাকার ইতিহাস ও ঐতিহ্য চর্চায় হাকিম হাবিবুর রহমান (১৮৮১-১৯৪৭) এক প্রাগ্রসর নাম। একই সঙ্গে সাহিত্য, ইতিহাস, সাংবাদিকতা ও ইউনানী চিকিৎসায় ভূমিকা রেখেছেন। পাণ্ডুলিপি, মুদ্রা ও অস্ত্রের যে বিস্তর সংগ্রহশালা তিনি গড়ে তুলেছিলেন; তা এখনে পর্যন্ত গবেষকদের পথ দেখিয়ে চলছে। তার গুরুত্বপূর্ণ রচনার মধ্যে রয়েছে আসুদগান-এ-ঢাকা, ঢাকা পাঁচাস বারাস পেহলে, মাসাজিদ-এ-ঢাকা এবং সক্রেটিসের জীবনী হায়াত-এ-সুকরাত। এছাড়া বিভিন্ন পত্রিকায় তিনি লিখে গেছেন অসংখ্য প্রবন্ধ।

কোনো প্রাসঙ্গিক লেখা পাওয়া যায়নি।
কোনো প্রাসঙ্গিক ভিডিও পাওয়া যায়নি।
কোনো প্রাসঙ্গিক বই পাওয়া যায়নি।