১৯৬৮ সালে তৎকালীন ঢাকা জাদুঘর, বর্তমানে বাংলাদেশ জাতীয় জাদুঘর তিনদিনব্যাপী “লার্নড লেকচার সিরিজ” নামে বার্ষিক লেকচার সিরিজ আয়োজন শুরু করে। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তা হিসেবে অধ্যাপক আহমাদ হাসান দানি কয়েকটি বক্ত্যব রাখেন ইতিহাসের সাথে প্রত্নতত্ত্বের সম্পর্ক ও আমাদের ইতিহাসচেতনার ধরণ ও খুঁত নিয়ে। সেই বক্তব্যগুলো পরবর্তীতে “Archaeological Foundation of History & Other Lectures” পস্তকারে প্রকাশিত হয় ঢাকা জাদুঘরের প্রকাশনাতে, ১৯৬৮ সালেই।
প্রসেসর দানির এই গভীর উপলব্ধি ও অন্তর্দৃষ্টিগুলো প্রত্নতত্ত্ব, ইতিহাস ও সভ্যতা পাঠের ছাত্রদের জন্য তো বটেই, আমাদের বর্তমান সময়ের রাজনৈতিক ও সামাজিক পট পরিবর্তনের বাস্তবতায় সাধারণের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক হয়ে উঠেছে বলেই বোধ হচ্ছে। এই গুরুত্ব ও প্রাসঙ্গিকতা উপলব্ধি করেই এই লেকচার সিরিজ সংকলিত পুস্তিকাটি অনুবাদের কাজে হাত দেওয়া। বাকিটা পাঠক সমাজ বিবেচনা করবেন।