নিউজলেটার। জুন-সেপ্টেম্বর ২০২৫

Share:

ত্রৈমাসিক নিউজলেটারের প্রথম সংখ্যা প্রকাশের মধ্য দিয়ে সেন্টার ফর ইসলামিকেট বেঙ্গল (সিআইবি)-এর অগ্রযাত্রায় নতুন মাত্রা যুক্ত হলো। নিউজলেটারে সাধারণত কোনো প্রতিষ্ঠানের কর্মতৎপরতার ধারাবাহিক বিবরণ থাকে। এটাও তার ব্যতিক্রম নয়। স্বাভাবিকভাবেই প্রতি মাসে লিখিত প্রবন্ধ, আয়োজিত সেমিনার, আলোচনা সভা, সমকালীন পরিচিত ব্যক্তিদের সাক্ষাৎকার ও অন্যান্য প্রাতিষ্ঠানিক কার্যক্রমের সার-সংক্ষেপ থাকবে এখানে। তবে নিউজলেটারের বিশেষত্ব যেহেতু কাজের বৈচিত্র্য ও বিশেষত্বের উপর নির্ভর করে; ফলে আমাদের কাছে এটি কাজের ফিরিস্তির বাইরে গিয়ে একটি চিন্তার ধারাবাহিক রূপায়ণ।

ইসলামপ্রভাবিত বাংলার সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও বুদ্ধিবৃত্তিক বিকাশকে ইতিহাসের আলোয় পদ্ধতিগতভাবে পুনর্পাঠ করার প্রত্যয় নিয়ে সেন্টার ফর ইসলামিকেট বেঙ্গলের (সিআইবি) প্রতিষ্ঠা। উপনিবেশ-পূর্ব ও উত্তর-ঔপনিবেশিক বাংলার ইতিহাসে ইসলামপ্রভাবিত চিন্তা, সংস্কৃতি ও সমাজজীবনের যে সমৃদ্ধ ঐতিহ্য বিদ্যমান, তা বহুদিন ধরেই প্রধানধারার একাডেমিক আলোচনায় উপেক্ষিত। ইসলামিকেট বেঙ্গল সেই আড়াল থেকে বাংলার মুসলমান সমাজের সভ্যতাগত অবদানকে দৃশ্যমান করার প্রয়াসে ব্রতী। ফলে আলোচনার বিষয়বস্তুও বিস্তৃত। নিয়মিত ইতিহাস, সাহিত্য, দর্শন, শিল্প ও সমাজবিজ্ঞানকে একে অপরের সঙ্গে সংলাপে আনা হবে। সেদিক মাথায় রেখেই সজ্জিত হয়েছে বিগত দিনের কর্মপরিকল্পনা। সেই পদরেখা অনুসরণ করা হবে আগামী দিনেও।

এ সম্পর্কিত আরো বই