দক্ষিণ এশিয়ার বুদ্ধিবৃত্তিক ইতিহাসে অন্যতম প্রধান স্তম্ভ শাহ ওয়ালিউল্লাহ দেহলভি। জ্ঞানের অন্যান্য শাখার মতো সমাজ ও সভ্যতা নিয়েও তার বোঝাপড়া মৌলিক। মানব সমাজের গঠন ও বিবর্তনের ব্যাখ্যা হিসেবে তিনি যে ‘ইরতিফাকাত’ তত্ত্ব সামনে এনেছেন, তা আদিম সমাজ থেকে বৈশ্বিক রাষ্ট্রব্যবস্থার কাঠামো সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। সমাজ পরিবর্তনে তার ব্যাখ্যা ও সংস্কারভাবনা নিয়ে তিনি যে যুগান্তকারী চিন্তা হাজির করেছেন; তা কেবল পরবর্তী হিন্দুস্তান না; বাংলার ইতিহাসকেও বদলে দিয়েছে। তার চিন্তাধারা থেকেই প্রভাবিত হয়ে বাংলায় শুরু হয়েছে ধর্মীয় ও সামাজিক সংস্কারের আন্দোলন। পথ নির্দেশ করেছে এ অঞ্চলের চিন্তকদের প্রজন্মের পর প্রজন্ম ধরে।
দুঃখজনকভাবে শাহ ওয়ালিউল্লাহর সমাজচিন্তার তাত্ত্বিক ও দার্শনিক দিক বুদ্ধিবৃত্তিক মহলে সে অর্থে আলোচিত নয়। বিষয়টি মাথায় রেখেই সেন্টার ফর ইসলামিকেট বেঙ্গল ২৯ জুন, ২০২৫ আয়োজন করা হয় সেমিনারের। বর্তমান পুস্তিকাটি সেমিনারে উত্থাপিত প্রবন্ধেরই মলাটবদ্ধ রূপ। আধুনিক মুসলিম সমাজ ব্যাখ্যার আলোচনায় শাহ ওয়ালিউল্লাহর প্রাসঙ্গিকতা টের পেলেই আমাদের এই প্রকাশনা সার্থক।